এলিয়েন
-শাহীনুর ইসলাম
করোনার মতো করুণ সময় ঝুলিয়ে রেখেছে আমাদের
পৃথিবীর সাজানো কার্নিশে।
পৃথিবী কেবল মানুষের নয়—এ সহজ সত্যের শরীর
সভ্যতার পোশাকে রেখেছি ঢেকে।
করোনার নামে তাই শহরে ও গ্রামে
সকালেই অকালের অন্ধকার নামে।
বাজারের উল্টো ঝোলা হাঁসের ব্যথিত দৃষ্টি তবু যদি বুঝি!
তবু যদি বুঝি কৃষ্ণ বিবরের বিবর্তন
কিংবা প্রকৃতির সহাবস্থানের আদিম কাহিনি!
তবু যদি বুঝি পথ চলা অনাহারী কুকুরের আর্তনাদ
অথবা অযথা পশুপাখি নিধনের পরিণাম।
এত কিছু দেখে মনে হয়—
এলিয়েন নেই অন্য গ্রহে
মানুষ নিজেই ভিন সে গ্রহের প্রাণী।
Be the first to comment