কতদিন দেখি না তোমায়
-শাহীনুর ইসলাম
কতদিন দেখি না তোমায় জড়িয়ে আছো তবু মায়ায়
শয়নে-স্বপনে, জাগরণে-ঘুমে স্মৃতিগুলো বাঁশি বাজায়,
স্মৃতিগুলো বাঁশি বাজায়।।
দিন শেষে ঘরে ফিরতেই
মন বোঝে মন ভালো নেই।
গন্ধে ভরা মাধবীলতা
চেয়ে থাকে জোনাকি সন্ধ্যায়,
চেয়ে থাকে জোনাকি সন্ধ্যায়।।
কতদিন দেখি না তোমায় জড়িয়ে আছো তবু মায়ায়
শয়নে-স্বপনে, জাগরণে-ঘুমে স্মৃতিগুলো বাঁশি বাজায়,
স্মৃতিগুলো বাঁশি বাজায়।
আশা সব ফুরালো ভাষা হারালো
ফেরারী পাখি ফিরে না এলো।
এখনও নিশি তার চোখে
শুধুই আঁধার দেখে
জোছনাস্নাত, তারকাখচিত
রূপসী আকাশ কোথায়,
রূপসী আকাশ কোথায়।।
কতদিন দেখি না তোমায় জড়িয়ে আছো তবু মায়ায়
শয়নে-স্বপনে, জাগরণে-ঘুমে স্মৃতিগুলো বাঁশি বাজায়,
স্মৃতিগুলো বাঁশি বাজায়।
এখনও নিশি তার চোখে
শুধুই আঁধার দেখে
জোছনাস্নাত, তারকাখচিত
রূপসী আকাশ কোথায়,
রূপসী আকাশ কোথায়।।