দৃশ্যত সে দৃশ্য নয়
-শাহীনুর ইসলাম
দৃশ্যত সে দৃশ্য নয়
তবুও দৃশ্যের চেয়ে বেশি মনে হয়—
গন্ধগোধুলির ছায়ারেখা সাধ আর সাধনায়
বসন্তের মায়াচাঁদে আঁকে যে বলয়।
যদিও ওপারে সূর্য বোনে রোদ-জাল
মগ্ন এক তাঁতীর মতন,
এপারে তবুও তুলতুলে জোছনার তুলি
বলয়ে তালের মতো আনে গোল গতি,
যেখানে সকল দৃশ্য অদৃশ্য প্রশ্রয়
দৃশ্যের চেয়েও তাই বেশি মনে হয়।
এমন হাজার দৃশ্য দু’চোখে আঙুল নাড়ে রোজ;
আমি পাই হাতড়ানো সময়ের স্বাদ
প্রথম প্রেমের মতো যা নাজুক অথচ গভীর।
Be the first to comment