যাত্রা
-শাহীনুর ইসলাম
দূর নক্ষত্রের মতো হিমালোক মিটিমিটি জ্বলে
যেন অরণ্যের ঝোঁপে ওৎ পাতা এক আঁততায়ী।
তোমার আমার সেই প্রথম প্রেমের মতো তবু
গ্রীষ্মের রোদ্দুর ঢাকে শীতের শরীর
উষ্ণ আচ্ছাদনে।
দীর্ঘ শীতঘুম পর তোমার মনের মতো রোদে দীপ্তি পায়
পেনসিল-স্লেটে সাঁটা সূর্যের কাহিনি;
আমার দু’চোখে ভাসে তোমার দু’চোখ
যেন উত্তর সাগরে ধৌত এক জোড়া হিমশৈল।
তোমার দু’হাত শুধু নির্জন দ্বীপের নির্বাসন
পংক্তিতে পংক্তিতে বোনে আঙুল ছোঁয়ার সেই গল্প
যে গল্পে পাহাড়া দেয় সামুদ্রিক চাঁদ,
আর শিহরিত অনুভবে গজায় অজস্র অলিগলি;
আমি ধীর পায়ে হাঁটি পাছে যাত্রা ফুরায় নিমিষে।
Be the first to comment