তোমারই নাম জপি অবিরাম
–শাহীনুর ইসলাম
তোমার সুদীর্ঘ ছায়া নুয়ে গেলে ধীরে
শেষ বিকেলের বিরহী রোদ্দুর
বেদনাকে বুকে বেঁধে
ঘাসের সবুজে শুয়ে পড়ে মুখ ফিরে;
রাতের রোমশ বুকে থাকে ইমনের আহবান।
গোধূলির পাখায় যদিও উড়ে চলি আমি
সন্ধ্যার পাখির মতো সাড়া দিয়ে,
ঈশ্বরের পা ফেলা দূরত্বে
পৃথিবীর জ্যা ধরে দাঁড়ানো পাহাড়গুলোর কাছে—
নিজের নামের মতো প্রিয় জোছনার তসবিতে
তবুও তোমারই নাম জপি অবিরাম।
নাক্ষত্রিক ভোরের ভৈরবি নাই-বা বাজুক
ঈশ্বর কণায় নাই-বা হোক গমন,
মহাজাগতিক শূন্যতার মাঝে জপমালা পূর্ণ তবু,
যেন-বা ভারত মহাসাগরের নীল জলে সুদীপ্ত বালুকা দ্বীপ।
Be the first to comment