বাইকু বা কবিতার ছোটগল্প
–শাহীনুর ইসলাম
৯১
জীবনের মানেই
জীবনের মা নেই
জীবনের মানে নেই।
৯২
হিম কামরায়
হিম কামড়ায়
ঝিম চামড়ায়।
৯৩
আশার আষাঢ়
দিয়েছে ভাসার
হাসার ভাষার।
৯৪
ফাল্গুনে
কাল গুনে
যায় বেলা।
৯৫
কল্পনার আল্পনা
শুধু নয় জল্পনা
সত্য সে, গল্প না।
৯৬
মন-মন্দির
ঠাঁই সুগন্ধির
শোঁকো ধীর-স্থির।
৯৭
চির-আশা চিরে
মজেছি ভিড়ে
স্বপ্নাহত অচিরে।
৯৮
লাজুক লিরিক্স
বাজুক সুরে
নাজুক হৃদে।
৯৯
নৈঃশব্দের ব্যঞ্জনা
শব্দাতীত প্রেরণা।
বোঝে গো ক’জনা?
১০০
চাদরে মোড়ানো আদরে
চাঁদ রে, তোরে রাখি রে
দিস নে মোরে ফাঁকি রে।
১০১
সেকেলে সকাল
বিকেলে অকাল
সন্ধ্যায় মাকাল।
১০২
ফেব্রুয়ারির একুশে
ভাষার তরে ফুঁসে।
ভোলে কোন বেঁহুশে?
১০৩
ডিসেম্বরের ষোলো
দেশের বিজয় হলো
এবার গড়ে তোলো।
১০৪
তুষার পতন
ঊষার মতন
মৌন বোধন।
১০৫
তুষার সাদা
সফেদ কাদা
গাঁদা গাঁদা।
১০৬
উত্তর মেরু
নিরুত্তর তরু
তুষার মতন।
১০৭
রায় দাশ ছাড়ি’
রায়দাশবাড়ি
গেলো কোন বাড়ি?
১০৮
ভুলে ছিলাম
ভুলেছিলাম
শুধরে নিলাম।
১০৯
দিয়েছি যাদের
জোছনা চাঁদের
হয়েছি তাদের
শিকার ফাঁদের।
১১০
ভাব ধরে আসা
কাঁদা ও হাসা
ভাষা ধরে আশা।
copyright © 2017 by the author
Be the first to comment