বিশ্বাসের জারজ সন্তান

কবিতা




বিশ্বাসের জারজ সন্তান

বিশ্বাসের জারজ সন্তান

শাহীনুর ইসলাম


যতটুকু মনে পড়ে

তার ক্লান্ত হাতে অবশিষ্ট ছিল

নরক নিকানো আগুনের দলা,

বাইন মাছের মতো যখন পিছলে গিয়েছিল

আঙুলের ফাঁকে নির্মাণের কাদামাটি।

মাইরি! আমার কোনো দোষ নেই।

আমার জন্মই হয়েছিল ঈশ্বরের ভুলে

জন্মেই দেখছি তাই— আমরা সবাই

বিশ্বাসের জারজ সন্তান।

সভ্যতার কপোলে খামচি কাটি

আর উরু ভরে উল্কি আঁকি হিংস্রতার;

বেলেহাজ দোহাইয়ে চালাই হত্যার উৎসব

আর অসহায় অশ্রুতে ঝাঁঝরা করি ফসলের জমি;

গোধূলির তীর্থভূমে পৌঁছানোর অনেক আগেই

কচি দুপুরের মুণ্ডু কেটে

স্তূপ করে রাখি সকালের বারান্দায়।

আমাদের পূর্বনির্ধারিত মহত্তম কোনো লক্ষ্যই ছিল না

আমরা নিজেরা তাই বানিয়েছি নিজেদের লক্ষ্য।

ভেঙেছি মন্দির, মসজিদ, গির্জা ও প্যাগোডা

আরো বড় আশ্রয় বসতবাড়ি,

গুঁড়িয়ে দিয়েছি প্রণয়ের ঘুম-ঘর,

ঝরিয়েছি দুঃস্বপ্নের রুধির-শ্রাবণ

শুধু অবিশ্বাস অজুহাতে।


বিশ্বাসের জারজ সন্তান© 2019 by the poet





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*