স্বপ্নভরা সোনার দিনে
-শাহীনুর ইসলাম
স্বপ্নভরা সোনার দিনে সে থাকতে দিলো না যে
আমার শেষ গানের ভাঁজে।
উদাস করা পাগল হাওয়ায় সে গাইতে দিলো না যে
আমায় বসন্তের মাঝে।
আমার শেষ গানের ভাঁজে॥
বুকের শত কথার ভিড়ে
কথাই যেন কেঁদে মরে
নয়ন ভরা করুণ চাওয়ায় সে কইতে দিলো না যে
শুধু রইলো পড়ে কাজে।
আমার শেষ গানের ভাঁজে॥
যখন মনে তৃষ্ণা এলো
তখন সে তো চলে গেলো
বৃষ্টি ঝরা দূপুর বেলা সে ভিজতে দিলো না যে
তাই চোখ জলে যায় ভিজে।
আমার শেষ গানের ভাঁজে॥
স্বপ্নভরা সোনার দিনে সে থাকতে দিলো না যে
আমার শেষ গানের ভাঁজে।
উদাস করা পাগল হাওয়ায় সে গাইতে দিলো না যে
আমায় বসন্তের মাঝে।
আমার শেষ গানের ভাঁজে॥
Be the first to comment