স্বাদের সাধ
–শাহীনুর ইসলাম
হৃদয়ের কপাট খুলে অকপটে ঢালো মহুয়ার ঘ্রাণ
পত্রপুটে যক্ষের মতো গচ্ছিত রেখে
মন ভরে আমি করবো গন্ধস্নান—
মহুয়ায় আমার একটুও অরুচি নেই।
সেই যে কবে তোমার তৈরী চায়ে চুমুক দিয়ে
কাপের মতো মুঠোতেই ধরে রেখেছি তোমার মন।
সান্ধ্যভোজের টেবিলে তোমার মোনালিসা চাহনি
আঙুল ফসকে বাস্প হয়নি কখনও
বরং লেগে আছে অন্তরতম স্থলে আমার
মায়ের হাতের রান্নার স্বাদের মতো।
আবার ভিড়ুুক সে স্বাদ ঠোটের উপকূলে
জোয়ারের জল ভেড়ার মতন;
আবার লাগুক সে স্বাদ মুখের দেয়ালে
জলভরা মেঘের চোয়ালে, তালুতে, আঙুলে-আঙুলে
হেমন্তের স্বাদ লাগে যেমন রোদরঙা পাতাগুচ্ছে,
কিংবা জোছনার স্বাদ যেমন নিশীথের বুকে।
Be the first to comment