নাইওর

কবিতা




নাইওর

নাইওর

-শাহীনুর ইসলাম


একদিন পাখি ফেরা খয়েরি সন্ধ্যায়

যখন জলের কণ্ঠ চিরে

অতলাক্ষী নদীটির বুকে

আগুন শিখার মতো হবে জল-রব,

যখন মেঘেরা পরে নেবে গোধূলির ক্যামোফ্লেজ

অথবা যখন রোদ-ঘাস পাবে শিশিরের স্বাদ,

তখন গন্ধের মতো ভেসে ভেসে আমি

আসবো বাতাসে নাইওর।

কোথাও কি আছে অবশেষ

দেহ-কোষে স্মৃতি-গন্ধ ছাড়া?

গন্ধও ফুলের স্মৃতি নাড়ে

যেন মহুয়ার মতিভ্রমে মাতোয়ারা।


নাইওর© 2019 by the poet




Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*