জীবনের নাম সুভাষণ
–শাহীনুর ইসলাম
মাথা তুললেই শূন্যতার যে সিম্ফনি
তা আদতে নৈঃশব্দের নিঃসীম কারাগার
তবু ভালোবেসে আমরা তাকে বলি ‘আকাশ’।
এমন সুভাষণ ছাড়া জীবন যেন জীবাশ্ম!
ভালোবেসে ধূপের সমান পুড়ে
অন্ধকার তাই নিজেই জ্বলে ওঠে আলোর মতো;
শিম্পাঞ্জী জাত ভুলে
কোলে তোলে মানব সন্তান;
আর বাঘ আদরে চাপড় বোলায় হরিণের গালে।
ভালোবেসে নতজানু হয়ে
পর্বত তাই বুদ্ধাসনে বসে পড়ে সমতল ভূমিতে;
আর তীরের একটা নুড়ি পাথরের জন্য
সাঁতরে সমুদ্র পার হয় জলের কিশোরী।
অথৈ অনন্তে আমাদের অরুচি চিরতার মতন
তেমনই অরুচি আছে একক পৃথিবীতে।
সময়কে তাই টুকরো টুকরো করেছি পলে-অনুপলে
যেমন করেছি গোটা পৃথিবীকে দেশ-নগর-গাঁয়ে।
তবু আটপৌরে কোলাহল সন্ধ্যার ছায়ায় মিশে গেলে
আমরা কালহীন নৈঃশব্দে মিলিত হই।
আমাদের নিঃসঙ্গতা অনন্তেরই বিম্বিত ছায়া,
যার ডাক নাম মৌনতা।
Be the first to comment