নগ্ন নিশির মগ্ন শরীর
-শাহীনুর ইসলাম
নগ্ন নিশির মগ্ন শরীরে দেখো
পেলব বাতাস বরফ-হৃদয় ছোঁয়,
মাখন কোমল গম্বুজ বেয়ে ওঠে
আর এক হয় দুটি বাসনা চূড়ায়।
গ্রানাইট ঘ্রাণ সুতীব্র হলে পর
নষ্ট হৃদয় কষ্ট ভুলে তখন
আরো বেশি সুবাসে নষ্ট হতে চায়।
নষ্ট হওয়ার যথেষ্ট সুখে থেকে
ডুবেই যেন সে এবার মরতে চায়।
এমন মরণ পৃথিবীর খাঁ-খাঁ বুকে
আরেকটি বার তৃষ্ণা জাগিয়ে যায়।
যতই মিটুক বাসনা দুটি চূড়ায়,
দেবতার ফাঁদ কভু ব্যর্থ হবার
মতো নয়; এ আরোহণ-অবরোহণ
চলে আজীবন স্ফুলিঙ্গ স্ফুরণেই,
ক্ষান্ত সেদিন হয় তারা একেবারে,
শরীরে সফেদ বসন যখন যবে
অসাড় অক্ষমতায় জড়িয়ে যায়।
Be the first to comment