তুমি যদি বনহংসী হতে
-শাহীনুর ইসলাম
তুমি যদি বনহংসী হতে
আমি হতাম বনহংস
জীবনানন্দের জলসিঁড়িটির তীরে।
তুমি যদি বনহংসী হতে।
ফালগুনী রাতের জোছনার ঘ্রাণ
রূপালী শস্যের জীবনের গান
পাখায় নিয়ে উড়িতাম দিগন্তের পারে।।
তুমি যদি বনহংসী হতে।
নীল-আকাশে গা ভাসাতাম নরম মেঘে শুয়ে
রামধনু রঙ ছড়াতো ঘুমের মতো নুয়ে।
গোধূলির স্নিগ্ধ স্তব্ধতায়
নদীটির শান্ত ঢেউয়ের মেলায়
রাখিতাম সাক্ষর উজল করে।।
তুমি যদি বনহংসী হতে
আমি হতাম বনহংস
জীবনানন্দের জলসিঁড়িটির তীরে।
copyright © 2017 by the lyricist
Be the first to comment