আমার একা ঢেউ দেখা
-শাহীনুর ইসলাম
আমার একা ঢেউ দেখা সাগরবেলায়
তোমার ছন্দ মৃদুমন্দ ঝিনুক চলায়।
ঢেউগুলো গর্জে কত আকুলতায়
তোমায় ছুঁতে চায় বেলা অবেলায়॥
ঢেউয়ে চেপে কেঁপে কেঁপে ভাসে কত স্বপ্ন
সুনসান হৃদয়-মান অধরতট মগ্ন।
আমার তবু মালা বোনা বসে বসে হায়
নিজ হাতে পরাতে তোমার গলায়॥
চাঁদ তারা হারালে মেঘের আড়ালে
না পাওয়ার হাওয়ার সুরে এসে দাঁড়ালে।
আমার সে সুর শোনা বিদায় বেলায়
নিশীথের বুকে যেমন সন্ধ্যা লুকায়॥
Be the first to comment