“পরবাসী মন” গল্পগ্রন্থ




শাহীনুর ইসলামের গল্পগ্রন্থ “পরবাসী মন” অমর একুশে বইমেলা ২০১৭, মূর্ধন্য প্রকাশনী থেকে বের হয়েছে। ১২টি  গল্প অন্তর্ভূক্ত আছে বইটিতে। প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। মূল্য ২০০ টাকা করে।

বইটির শিরোনামই বলে দেয় মূল বিষয়বস্তু কী। আর তা যে বেজে ওঠে বিবাগী বাঁশির সুরে, সেটা নিহিত আছে বইটির ঠিক প্রথম বাক্যেই। এ সুরই অধিকাংশ গল্পের মূল সুর। কাজেই পাঠককে খুব বেশি কষ্ট স্বীকার করে বিষয়বস্তুর সন্ধানে ব্যাপৃত হতে হয় না। প্রকরণে রয়েছে ঝরঝরে ভাব। প্রাঞ্জল, মেদুর গদ্যভাষায় বুনেছেন প্রবাসীদের জীবনগাথা। সে বুননে যেমন ছন্দ আছে তেমনই আছে বিষয় বৈচিত্র্য। যদিও কোনো বিষয়কেই পুরোপুরি ধরা যায় না কোনো গল্প-উপন্যাসে, তবু সামগ্রিকভাবে বলতে গেলে, প্রবাসী জীবনের রূপ, রস, শ্রুতি, গন্ধ, স্পর্শকে শৈল্পিকভাবে বিধৃত করার ঐকান্তিক প্রয়াস প্রতীয়মান বইয়ের গল্পসমূহে।

প্রকাশিত গল্পগুলোতে জীবনের টুকরো টুকরো ঘটনা, স্বপ্ন, আকাঙ্খা এবং দার্শনিক বোধে তুলে আনা হয়েছে।গল্পগুলো পড়লে পাঠক চেনা বিষয়কে নতুনভাবে ভাবার ফুরসত পাবেন। সেই সাথে পাবেন কিছু ভালো লাগা মুহূর্ত।
বইটি ই-বুক আকারে ডাউনলোড করুন নিচে Buy Now বোতামে ক্লিক করে।
অথবা হার্ড কপি অর্ডার করুন রকমারি-তে। লিঙ্ক: https://www.rokomari.com/book/130440




Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*