কিস্তিমাত

কবিতা




কিস্তিমাত

শাহীনুর ইসলাম


জীবন ও মরণের মাঝে মায়াবী ফারাকটুকু ঘুচে গেলে পর
প্রবল প্রতাপে সব আয়োজন আচমকা যবনিকাপাতে
চিরতরে নিরুদ্দেশ হয়ে যায়– গনগনে আগুনে যেন বা
হঠাৎ জলের সুশীতল নিক্ষেপণ।
মুহূর্তের এই সত্যটুকু এতটাই সত্য রয়ে গেছে আজো
তার কাছে জীবনের মহাযজ্ঞ নিমিষেই যেন পরাভূত।
তবুও আগুন জ্বলে, জ্বলতে সে চায় চিরদিন
ব্রহ্মাণ্ডের সব কাঠ-খড়-তেলকে ইন্ধন করে
এমনকি অন্য সে আগুনে নিজেকে বিলিয়ে দিয়ে
কিংবা অন্য সে আগুন ত্রাস ভরে গ্রাস করে
সবচেয়ে বেশিদিন জ্বলতে থাকা নক্ষত্রটির
চেয়েও অনেকদিন বেশি জ্বলতে চায় সে ।
কিন্তু হায় ! চিকের আড়ালে কালবেলায় আয়েসে
কে যে বসে চিকা মারে এক এক জীবন-দেয়ালে,
আর সে নির্দেশ মোতাবেক কোন কোন আজ্ঞাবহ দাস
নিজেকে প্রস্তুত রাখে সদা সুশীতল জল নিয়ে হাতে?
কোন সে ঈশ্বর খেলে এখনো এ খেলা ইচ্ছেমতো
সব জীবনের ঘুঁটি সাজিয়ে সাজিয়ে পৃথিবীর দাবাবোর্ডে?
আর এ কারণে সে কারণে অনিয়মকেই নিয়ম বানিয়ে
হেসে লুটোপুটি খায় অসহায় সব কিস্তিমাতে !


*কিস্তিমাত*




Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*