মরণের কোনো জাত নেই

কবিতা




মরণের কোনো জাত নেই

শাহীনুর ইসলাম


মরণের কোনো জাত নেই, জীবনের আছে ঢের,
আছে উঁচু-নিচু স্তর রঙ-বেরঙের, নানা স্বাদ,
নানা গন্ধ, অন্ধ গলি, আনাচ-কানাচ– রাস্তা ফের
বন্ধুর। যে হাঁটে অন্ধকারে তার কী যে অপরাধ?
বঞ্চিতের সঞ্চিত সাধনা সদা-ব্যাপৃত সেবায়;
পর ধনে ঋদ্ধ হওয়া চাঁদ জোছনায় মশগুল,
বিস্মিত নক্ষত্রদল শুধু কানাকানি করে যায়।
যে গাছে ফুলেরা ফোটে সে গাছের নয় সেই ফুল
পরিণত কখনো না হলে। মরণের তাই নেই
কোনো জাত– হোক না সে সকাল কিংবা অকাল
মৃত্যু, বিকাল অথবা জল মৃত্যু– সব কিছুতেই
বঞ্চনা, লাঞ্ছনা– সব জীবনের রূপ, হালচাল।
মরণ কেবল এক বর্ণা, একাকী নিঃসঙ্গ হাতিয়ার,
একাই একশো সে যে। মুহূর্তে হাজার জীবনের
সব রঙ, সব স্বাদ, সব মহাযজ্ঞ নির্বিকার
তার কাছে; তবু থেমে নেই কর্মযজ্ঞ জীবনের।
এখানেই জয় তার এখানেই সব জয়গান
বহুরূপী জীবনের কাছে মৃত্যু তাই যেন ম্লান।


#মরণের কোনো জাত নেই#




Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*