কী যে হলো দেশটায়
-শাহীনুর ইসলাম
কী যে হলো দেশটায়
হাজার চেষ্টায় খারাপ থাকি শেষটায়।
বুড়িগঙ্গার পানি
দাম দিয়ে কিনি
প্রাণে মরি তবু তেষ্টায়।।
খারাপ থাকি শেষটায়।
ভোটে যারে জেতাই
যায় বনে সে নেতাই
সাধারণের পেটে ভাত জোটে না তাই।
মনে হলে এই
চোখের জলেই
ভাসে যেন বুকটায়।।
খারাপ থাকি শেষটায়।
মেধা হলো কোটা
যেন জল এক ফোঁটা
তেলে-তোষামোদে ভরলো সাগর গোটা।
মেধায় হয় না কাম
গুণের মেলে না দাম
সব করে ঘুষটায়।।
খারাপ থাকি শেষটায়।
খেটে খাওয়ার মূল্য
কবেই যে হারালো
লুটেরা, চোর সব টাকার মালিক হলো।।
যার যত টাকাকড়ি
তার তত বাহাদুরি
বাকি সব চুপসে যায়।।
খারাপ থাকি শেষটায়।
কে যে সে ফানুস
যার তরে মানুষ
নিজের ভাইরে প্রাণে করে ঠুস।
বোঝে না কেউ
কী কষ্টের ঢেউ
প্রাণ পারে উছলায়।।
খারাপ থাকি শেষটায়।
Be the first to comment