জীবন নদীর বাঁকে বাঁকে
-শাহীনুর ইসলাম
জীবন নদীর বাঁকে বাঁকে
চিত্রকর এক ছবি আঁকে
মনের নানা রঙ মেখে
ক্যানভাসে যেন ধরে কাকে।।
সুরকার তার সুরলোকে
আপন মনে ডুবে থাকে
অরূপ তুমি বলো যাকে
রূপে সে বাঁধে তাকে।
জীবন নদীর বাঁকে বাঁকে
চিত্রকর এক ছবি আঁকে
মনের নানা রঙ মেখে
ক্যানভাসে যেন ধরে কাকে।।
ঐ যে কবির গভীর চোখে
উদাসী মেঘ জোছনা ছাঁকে
ফোটাতে ফুল শাখে শাখে
ভ্রমর আসে পাতার ফাঁকে।
জীবন নদীর বাঁকে বাঁকে
চিত্রকর এক ছবি আঁকে
মনের নানা রঙ মেখে
ক্যানভাসে যেন ধরে কাকে।।
Be the first to comment