তুমি পেয়েছো আমি পাইনি
-শাহীনুর ইসলাম
তুমি পেয়েছো আমি পাইনি
আমার এ না-পাওয়াই পাইয়ে দিয়েছে
আমি বুঝেছি তুমি বোঝোনি
তোমার সে না-বোঝাই বুঝিয়ে দিয়েছে।।
সে পাওয়ায় সুরে সুরে
সে বোঝায় কাছে-দূরে
যদিও আকাশ মেঘ ভরে
যদিও বিরহের বৃষ্টি ঝরে
জানলার ফাঁকে এসে তবু রোদ্দুর
মুঠোভরে বিষাদের টুকরোগুলো
সীমান্তে নিয়ে গিয়ে ফেলে এসেছে।।
তুমি পেয়েছো আমি পাইনি
আমার এ না-পাওয়াই পাইয়ে দিয়েছে
আমি বুঝেছি তুমি বোঝোনি
তোমার সে না-বোঝাই বুঝিয়ে দিয়েছে।।
যে চাওয়ায় উড়ে উড়ে
বাসনারা বেড়ায় ঘুড়ে
সে চাওয়ায় ক্লান্ত মন
মেঘের ভুলে পায় নিমন্ত্রণ
তারপর জেগে জেগে পূর্ণিমার মত
আঁধারের গহ্বর থেকে অবিরত
পুরানো ঝুলগুলো ঝেড়ে ফেলেছে।।
তুমি পেয়েছো আমি পাইনি
আমার এ না-পাওয়াই পাইয়ে দিয়েছে
আমি বুঝেছি তুমি বোঝোনি
তোমার সে না-বোঝাই বুঝিয়ে দিয়েছে।।
Be the first to comment