নীল নীরবতা

কবিতা




নীল নীরবতা

-শাহীনুর ইসলাম


নক্ষত্রের নীল নীরবতা

ঝুলে ছিল মাকড়সা পোকার মতন

আমার বাবার মুখে এসে;

মায়ের দু’চোখে জ্বলেছিল

জোনাকির মতো নিভু নিভু

সে এক ময়ুরকণ্ঠী রাত।

মহাজাগতিক রোশনাই কারবারে

যে আগুন জ্বলেছিল একা

অন্ধকার-অজগর গিলে খেয়েছিল তার আলো।

মুখের কুঞ্চিত বলিরেখা বরাবর

বেঁচে ছিল কেবল আশার ক্ষীণ নদী;

অববাহিকার দীর্ঘশ্বাসে

তারও বুকে নেমে এসেছিল ধূলিঝড়।

তারপর কিছু নেই যেন!

বিরান ভিটেতে ঝিঁ ঝিঁ ডাকে

তুষার ঝড়ের মতো করে;

আমার কিশোর ঘুম ভাঙে

দুঃস্বপ্নের উপদ্রবে।

পৃথিবীর আয়ু শুধু প্রলম্বিত হয়

গোধূলির ছায়ার মতন।


copyright © 2017 by the poet




3 Comments

  1. অববাহিকার দীর্ঘশ্বাসে

    তারও বুকে নেমে এসেছিল ধূলিঝড়।

    তারপর কিছু নেই যেন!

    বিরান ভিটেতে ঝিঁ ঝিঁ ডাকে

    তুষার ঝড়ের মতো করে;

    আমার কিশোর ঘুম ভাঙে

    দুঃস্বপ্নের উপদ্রবে।

    পৃথিবীর আয়ু শুধু প্রলম্বিত হয়

Leave a Reply

Your email address will not be published.


*