ভাটিয়ালি
নাইয়া রে
নাইয়া রে নায়ের বাদাম তুইলা
কোন দূরে যাও চইলা।
অচিনা সায়রের মাঝি সেই কথা যাও বইলা।।
নাইয়ারে ভাটির দেশে যাও
যদি তুমি হিজলতলির হাটে
হেথায় আমার ভাইজান থাকে
আমার কথা কইয়ো তাকে
মইলাম দিখে জ্বইলা
কোন দূরে যাও চইলা
নাইয়ারে পরানে আর সইবে কত
আগুন জ্বলে মনে
বনের আগুন দেখতে পারে
মনের আগুন পুইড়া মারে।
ধিকিধিকি জ্বইলা
কোন দূরে যাও চইলা।।
Be the first to comment