নামতা
-শাহীনুর ইসলাম
জানো কি তুমি তা—
স্বপ্নের নামতা
আছে পড়ে যত
একবার শেখা হলে স্বপ্ন বেড়ে চলে
সীমাহীন এই বিশ্বব্রহ্মাণ্ডের মতো।
কত রাত তাই ধারাপাত
মুখস্থ করেছি আমি,
তর্জমায় করিনি বিরাম চিহ্ন ব্যবহার
যেন নিষিদ্ধ ছিল সে কারবার।
তবু নামতার অনুপাতে
উঠোনের চৌহদ্দিও পারিনি ডিঙোতে।
কোন কৃষ্ণ বিবর সে এক
বললো হঠাৎ আজ—
বাছাধন, অনেকেই গিয়েছিল চলে
নামতার ডানা মেলে, কিন্তু নাম তার,
স্বপ্প তার পড়েছে যে খুলে।
পরেছো যা এতদিন জহরত ভেবে
পড়েছে খুলে সে স্বপ্নহার,
পড়েছে তা পাগলের পোশাক যেমন পড়ে খুলে।
অসম্ভব এমন ভেবো না,
এবার থামো তা,
বলছি— নামো তা,
যা পড়েছো এতদিন ভুল সে নামতা।
Be the first to comment