আমি একেলা ভোরের বেলা

গীতিকবিতা




আমি একেলা ভোরের বেলা

–শাহীনুর ইসলাম


আমি একেলা ভোরের বেলা

কুড়াই ঝরা ফুল, গাঁথি যে মালা।

তুমি ঘুমায়ে চলেছো বেয়ে

কোন সুদূরের স্বপন-ভেলা।।

বাতাসে ভেসে সুরভি আসে

বনের বুকে প্রাণ যে হাসে

পেয়ে দোলা

আপন-ভোলা

আপন-ভোলা।।

আমি একেলা ভোরের বেলা

কুড়াই ঝরা ফুল, গাঁথি যে মালা।

নাচলো পাতা ডালে ডালে

জাগো এবার তাদের তালে।

বহুদিনের মৌন কলি

ফুটলো শেষে, উঠলো বলি—

চলুক খেলা

বেলা-অবেলা

বেলা-অবেলা।।

আমি একেলা ভোরের বেলা

কুড়াই ঝরা ফুল, গাঁথি যে মালা।


copyright © 2017 by the lyricist




Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*