ফাঁদ
-শাহীনুর ইসলাম
প্রেমের যে কত রূপ পৃথিবীর পথে পথে
পাতে ফাঁদ, ফেলে টোপ লাগাতার,
দোল দেয় নিরন্তর অন্তরে-অন্তরে।
সে দোলায় হরদম কাঁপে সব বুক
তবু কতটুকু তার পায় যে কে কবে
সে হিসাব মিলবে না কভু আর
গণিতের অগণিত মতো
কিংবা আকাশের তারা গোণা মতো।
পেয়ে অবশেষে বিজলি-চমক ছটা
ক্ষণিকের রোশনাই পোড়ায় হৃদয় আজীবন
যুক্তির সুতোয় হয় না বোনা মুক্তির ধ্বজা
তবুও ফাঁদেই যেন খোঁজে ফেরে মুক্তি।
সেই ফাঁদ ভাল বুঝি প্রেমহীন জীবনের চেয়ে,
যদি থাকে আকশির কোমল পরশ
মানে-অভিমানে কিংবা রাগে ও বিরাগে।
copyright © 2017 by the author
Be the first to comment