বাইকু বা কবিতার ছোটগল্প
-শাহীনুর ইসলাম
১১
বাতাসে ভেসে
জীবন হাসে
ফাগুন মাসে।
১২
মোবাইল ফোন
কথোপকথন
মধুর লগন।
১৩
আঁধার রাত
মধু যে ঝরে
জোছনা বেশে।
১৪
মোবাইল ফোন
ঈশারার কল
বিরক্তিকর।
১৫
একলা রাত
হঠাৎ ঝড়
উল্টো চলা।
১৬
নষ্ট দেহ
নীরব প্রাণ
সুখবিহীন।
১৭
নষ্ট মন
কষ্ট ভারি
হরহামেশা।
১৮
বাসার মালিক
টাকা যে মাসিক
পানি তো ছাড়ে না।
১৯
সিগারেটে টান
নষ্ট সুখের ঘ্রাণ
আকুল করে প্রাণ।
২০
এক টুকরো স্মৃতি
নির্ঘুম বিষাদে
দুঃসহ সময়।
২১
বুয়ার পাক
অঢেল তেল
খালি বোতল।
২২
বিপুল ব্যথার দুই কূল
নদী উছলায় বিলকুল
আনে প্লাবন ব্যস্ত ব্যাকুল।
২৩
এ প্রতিবেশিনী
টেনে যায় ঘানি
পরচর্চার।
২৪
একটি মেয়ে
বেজায় কালো
সাদা দন্তে।
২৫
এক একটা বায়সে
আবর্জনা ভোজনে
জীবন কাটে আয়েসে।
২৬
বাড়িওয়ালা।
ব্যাচেলর?
ভাড়া নেই!
২৭
বাড়িওয়ালির তাড়া
ব্যাচেলরকে ভাড়া
স্বামী যে পরবাস।
২৮
দিবস শেষে
বসি আয়েসে
আসে না তো সে।
২৯
লোডশেডিং
ঘাম যে ঝরে
ওভারলোড।
৩০
একটিই জানালা
হৃদয়-ঘুলঘুলি
উঁকি দিয়ে যায় সে।
(চলবে)
Be the first to comment