বাইকু বা কবিতার ছোটগল্প: পর্ব-৭

বাইকু




বাইকু বা কবিতার ছোটগল্প

-শাহীনুর ইসলাম


১১১

ভাষায় ভাসায়

ভাষায় ফাঁসায়

ভাষায় হাসায়।

১১২

সীমান্ত

মন যদি জানতো

তবে কি মানতো?

১১৩

চিপা দেন?

পা দেন?

পাদেন!

১১৪

মন জুড়ি’

প্রাণ পুরি’

ফুটেছে গো মঞ্জুরি।

১১৫

চা-ই চাই

পাই পাই

যা-ই পাই।

১১৬

সুরের দরবারি

উঁচানো তরবারি

ঝরায় চোখে বারি।

১১৭

জং গলে

মন গলে

জঙ্গলে।

১১৮

বনভূমির ঘ্রাণ

মনোভূমির গান

আজ নগ্নভূমির প্রাণ।

১১৯

তারা জ্বলে মিটিমিটি

তুমি হাসো কিটিমিটি

আমি পুড়ি মিটিমিটি

১২০

গোলাপ ফোটে

প্রলাপ ঠোঁটে

বিলাপ জোটে।

১২১

সবে যা

কবে তা

কবিতা?

১২২

প্রেমের প্রলাপে

গোলাপে গোলাপে

গন্ধ থাকে লেপে।

১২৩

শবদের সীমানা

শব্দের সীমানা

থাকে না, থাকে না।

১২৪

এক মাইল দূর

হাঁটো রসুলপুর

মেদ উড়ে মেদুর।

১২৫

নেতা হলে

নে তাহলে

কষ্ট তুলে।

১২৬

জি, বন আমার

জি, বোন আমার

জীবন আমার।

১২৭

যামু না যমুনা

নিমু না নমুনা

কমু না কামনা।

১২৮

তার চোখেই

আমার খেই

আর যে নেই।

১২৯

মন তো পোড়ে

অন্তঃপুরে

দিন-দুপুরে।

১৩০

ওখানে রাত

এখানে দিন

বেশি করে দিন।


copyright © 2017 by the author

আগের পর্ব                                                                                                                            পরের পর্ব




Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*