বেদনার বুনোহাঁস
-শাহীনুর ইসলাম
বেদনার বুনোহাঁস ডানা ঝাপটায় সুগভীর জলে
আর হাওয়া এসে চুমু খায় আলতো শরীরে অনর্গল
যখন সে ভেসে ওঠে কাশফুলের নরম গন্ধ নিয়ে
ঠোঁটে। তবু শিকারীর চোখ তাক করে থাকে তার বুক
আবার কোন নেশায়? চারিদিকে অন্ধকার নামে গাঢ়
সফেদ বকেরা উড়ে যায় তাদের সারির আহবানে
বালুচরে ঝরে পড়া মায়াবী শিশির ডাকে ঈশারায়
এক জীবন দূরত্বে। বেদনা বিভ্রান্ত কালা বুনোহাঁস
কেবল হাতড়ে ফেরে নিজের ডানার শব্দ বেপরোয়া।
বৃথা যায়, বৃথা যায় রাত্রির ক্রন্দন শিকারীর কানে;
ভোরের বাতাসে হয়তো বা আর ভাসবে না কভু তার
জীবনের ঘ্রাণ। আর দিনের আলোয় দেবে না ঝিলিক
জলঝাড়া পালকের সব আনন্দ-বেদনা লাগাতার।
কবেকার স্মৃতি এসে আজ বলে যায় যেন অবশেষে–
এমন যে অন্ধকার কবেই দেখেছো আর? কোথাকার?
ধরণীর আয়ুস্কালে সবগুলো অমানিশা মিললেও
একসাথে, যেন কিছু নয় এর কাছে, কোনো অন্ধকার।
জগতের সব ব্যথা ছোঁয় যেন তনু শেষ বেদনার
পরাজয়ের পরশে। পায়ে এসে লুটায় যে ম্লান মুখে।
রাতের প্রথম ক্ষণে শিকারী শেষ ট্রিগার টেনে যায়;
নিজ দেহের উত্তাপ নিমিষে লুকায় নিশীথের গর্ভে
বুনোহাঁসের বেদনা তখন শেষ পালকে পড়ে খসে।
Be the first to comment