যা কিছু দেখিস রে মন
-শাহীনুর ইসলাম
যা কিছু দেখিস রে মন সবই ভোলার আয়োজন,
ছোট এ জীবনে তোর এত কিছুর কী প্রয়োজন?
জীবন সে এমনই জল;
কোনো আধারে নয় অচল।
সিন্ধুতে সে আছে যেমন,
বিন্দুতেও সে থাকে তেমন।
থাকতে এ জীবন কর রে তার যোগ সাধন।।
যা কিছু দেখিস রে মন সবই ভোলার আয়োজন।
রঙ্গরসে মজলি শুধু
প্রাণ করে মরু ধূ-ধূ।
আসল রূপের পেলে সন্ধান,
এ রূপ তোর হবে ম্লান।
রাখতে সে রূপের মান এ জীবন কর সমর্পণ।।
যা কিছু দেখিস রে মন সবই ভোলার আয়োজন।
Be the first to comment