দৃশ্যের বাইরে

কবিতা




দৃশ্যের বাইরে

-শাহীনুর ইসলাম


দৃশ্যের বাইরে যে জীবন আঁধারে

নিঃসীম ওপারে ঘুরে ঘুরে বেড়ায়,

নিশীথের গর্ভে গর্বে পাড়ে ডিম

সোনালি সময়ের শিশু দেখবে বলে,

যে জীবন দিনকে ফেলে রাতের করে

পুজো অথবা করে এখনো প্রার্থনা-

সেই জীবন তো আজীবন অধরা,

প্রতারকের টোপ, রঙিন ঘেরাটোপ-

যার ভেতরে আছে অনন্ত আঁধার,

কৃষ্ণ গহ্বর। দৃশ্যের ভেতরে

থেকে অদৃশ্যের প্রতি মায়াবী টান।

অদেখা জীবনের লোভ নগদে সুলভ

মৌবনের যৌবন করে যে ছিনতাই;

নগরের নাগর ফেরে নগ্ন হাতে

দুঃসহ কোণায় ডোবে অন্ধকারে।

তখন সে জীবনে থাকে না যে তফাৎ

আঁধারপূজারী সেই জীবনের সাথে-

এমন জীবন তো নিয়ত অঘ্রাত,

অনাস্বাদিত, অবহেলায় মলিন

কোনো এক কুসুম- ঝরে যাবার আগে;

বিশাল সমুদ্রে একটু জলে স্নান

এত জলরাশির শরীর সত্ত্বেও।

তবে কাকে কর্জ দেয়া ভ্রষ্ট জীবন

কোন সেই নিয়ম হয় যে প্রণয়ন

টুঁটি চেপে ধরতে, জাঁতায় থেতলাতে?


 




Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*