শুধু মেঘের জন্য

কবিতা




শুধু মেঘের জন্য

–শাহীনুর ইসলাম


বিরহই শিল্প,

প্রেম তার মহড়া মাত্র—

বলেছিল বৃষ্টি তৃষ্ণার্ত মাটিকে

একবার ছুঁয়ে

জল ভারে নুয়ে।

এরপর বৃষ্টি দূর পারের অধরা মেঘ,

আর মাটি নৈঃশব্দের বিরহী শিল্পী—

জমিনে জমিনে স্বপ্ন-বীজের বদলে

এখন সে চাষ করে পাথরের মগ্নতা,

যার ঘর্ষণে আকাশ ভেদে বেজে ওঠে

গোটা জীবনের দরবারি কানাড়া।

সে সুরে দূর পথের পথিক

নিঃশেষে বিভাজ্য করে তার ক্লান্তি,

শুকনো, পিপাসার্ত পত্র-পল্লভ

সজীবতায় ভরে দেয় বনের বুক,

আর অবগুন্ঠণ সরিয়ে কান্নার কুজ্ঝটিকা

হয়ে যায় মুগ্ধ শ্রোতা।

শুধু মেঘকে ভালবেসেই

মাটি ভোলে নিজের স্বপ্ন,

শুধু মেঘের জন্য!


copyright © 2017 by the poet




Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*