অতঃপর
-শাহীনুর ইসলাম
ঐ যে আদুরে অপচ্ছায়ায় থাকতে থাকতে
তোমার মনের আঙিনায় শ্যাওলা জমে গেছে
সূর্যের আলোকে কখনো পৌঁছতে দাওনি বলে,
আজ দেখো তোমার আঙিনায় তুমিই আছাড় খেলে!
কী হবে তবে জলনৃত্য দেখে ছায়ার ঘনঘোরে
কিংবা রোদ্দুর বাসনায় তা দিয়ে?
মেঘেরাও তো এখন অত্যাধুনিক দানব
তাণ্ডবলীলায় মত্ত তোমার আকাশে।
কেউ জ্বালবে না আর চিরায়ত আলোক শিখা
একবার যখন তা সমাহিত ঘৃণায়।
কেউ ভাঙবেও না জমাট অন্ধকার
একবার যখন তা আদিম গুহার দেয়ালচিত্র।
বড় সাধের মর্ষকামী চাঁদও আজ অভিমানী বেশে
বিগত দিনের মুখ ফেরানো এক বন্ধু।
আশকারা লেপানো ছায়ায়
সবগুলো হাড় জমে হবে মোমের মমি,
আর রক্ত-মাংস হবে জলজ জমি,
উপায়হীন, সহায়হীন সইতেই হবে এখন সূর্যের নখরামি।
Be the first to comment