শ্রাবণ ঝরে যখন
শাহীনুর ইসলাম
শ্রাবণ ঝরে যখন অবিরাম ধারায়
মনের ওপারে কে ডাক দিয়ে যায়॥
রিমিঝিমি ঝিনিঝিনি
তারে যেন চিনি চিনি।
দূরে থেকে মেঘের মত
ডাকে ঈশারায়॥
শ্রাবণ ঝরে যখন অবিরাম ধারায়
মনের ওপারে কে ডাক দিয়ে যায়।
আসে ভেসে দেবী বেশে
হেসে হেসে অবশেষে।
ধরা দিয়ে অধরা সে
নিমিষে হারায়॥
শ্রাবণ ঝরে যখন অবিরাম ধারায়
মনের ওপারে কে ডাক দিয়ে যায়।
Be the first to comment