হৃদ-কম্পন
-শাহীনুর ইসলাম
উপেক্ষার অন্ধকারে ফেলেই আমারে
সে যে গেছে সরে দূরে পরিধি ছাড়িয়ে
আলোক বৃত্তের অইপারে আলেয়ার আহবানে,
বর্তমান থেকে মুহূর্ত যেমন করে
অতীতের কানাগলি যায় সরে সরে;
ফেরাতে চাই না আর তারে।
গোধূলির দৃশ্যপট যতই রঙিন হোক জানি—
একটু পরেই সব যেন
সন্ধ্যার প্রচ্ছদ তলে হারানো অক্ষর,
নিশীথের বুকে পড়ে থাকা অপঠিত উপন্যাস।
সে যে গেছে সরে
হৃদয়-অঙ্গন থেকে দূরে চিরতরে;
সব প্রেম মুঠোভরে ভেগেছে ঈশ্বরী।
রেখে গেছে হাড়গোড়ে প্রেমের কম্পন,
নিখিলের ক্রন্দিত স্পন্দন।
কাঁদি তাই আজো কাঁদি,
কাঁপি তাই আজো কাঁপি
খোলা মাত্র আমার হৃদয়-ঝাপি।
কেঁপে কেঁপে মেপে মেপে জেনেছি কেবল—
টেক্টোনিক প্লেটের ঝাঁকিতে
ভূ-কম্পন শেষ হয় যদিও নিমিষে
প্রণয়ের প্রবল ঝাঁকিতে
হৃদ-কম্পনের শেষ নাই অবশেষে।
copyright © 2017 by the poet
Be the first to comment