অতঃপর এখন
-শাহীনুর ইসলাম
কবেকার স্মৃতিধূসর গোধূলির আধখানা মেঘ
পাঁজরের কেন্দ্রে গুড়গুড় মন্দ্রে আজও ডাকে;
দীঘল চুলের দিগবালিকা তখন ডুব দেয় রসুলপুরের ঘাটে।
স্বপ্নের ভেতর তাই স্বপ্নকেই দেখি বটের মগ্নতা নিয়ে
যেন ধ্যাননিবিষ্ট তাপস দেখছে তার নিখিল
আপন অঙ্গুলী দর্পনে।
অতঃপর এখন
স্বপ্নগুলি মোজে নয়ন
দেখতে আরো স্বপন,
সন্ধ্যা শুয়ে রয় নিথর পাথরে
বিম্বিত হয় যেন কার ছায়া, মুখর আনাগোনা
হৃদয়ের বন্দরে বন্দরে!
চৈতন্যে ছায়াটি তড়পায় আহত পাখির মতো
পালকে আর্তনাদ গুঁজানো থাকে তার,
পাখনায় উদগত তবু ঝিলমিল।
Be the first to comment