কপোত-হৃদয়ের কান্না

কবিতা




কপোত-হৃদয়ের কান্না

শাহীনুর ইসলাম


দুধরাজদের মতো লুপ্ত আজ আমাদের কপোত-হৃদয়
যেখানে বসত গেড়ে আছে হাইব্রিড বোধ
যেন পিতরাজ জমিনে য়ূকেলিপ্টাস চাষ।
দোয়েলের মতন বিপন্ন প্রজাতি এখন মানবতা,
শুধু বইয়ের পাতা আর ছবি হয়ে ফেরে যার কথা,
কিংবা গৌড়, পুণ্ড্র বা অশোক আমলের মুদ্রা
হারিয়ে গেছে যা চিরতরে
অথবা চিরনিদ্রায় রয়েছে শায়িত জাদুঘরে;
ঐতিহাসিক মূল্য ব্যতিরেকে যার অন্য কোনো মূল্য নেই আর।

মানবতাই হোক বা কপোত-হৃদয় হোক–
ক্ষমতা, অর্থের কাছে দুটোই এখন যেন
অক্ষমের অন্তিম খুঁটিহীন অবলম্বন,
অচল মনের পোড় খাওয়া জমিনে শ্রাবণ ভান।
যারা পরাভূত পৃথিবীর রুগ্ন প্রতিযোগিতায়,
যারা বাঁচে নিজেদের বিচ্ছিন্ন কুটিরে নিরিবিলি,
যাদের হৃদয় আজ ভারাক্রান্ত সুকুমার বোধে,
যাদের অতল মনে কলকল ছলছল করে চলে আজো
সহস্র বছরের সংক্ষুব্ধ বেদনার নদী,
তাদের হৃদয়েই কেবল এদের আশ্রয় ঠেকনাবিহীন
অতি দূর হতে ফ্যালফ্যাল করে চেয়ে থাকা
এক একটি নিঃসঙ্গ নক্ষত্রের মতো।
কিংবা আদর্শের প্রাণহীন কোনো মহান মূর্তির মতো।


#কপোত-হৃদয়ের কান্না#




Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*