নক্ষত্রের গান
-শাহীনুর ইসলাম
ঢেউয়ের করুণাদ্র কণ্ঠে শুনি নক্ষত্রের গান—
ফিরবে না কোনো পূর্ণিমায় সে যে আর
ভাঙ্গাতে গোপন অভিমান।
ঢেউ গর্জে গর্জে আসে দূর পার থেকে
আবার গর্জন তুলে যায় ফিরে
প্রত্যাখ্যাত ভিখারির মতো;
ফিরে ফিরে আসে তবু
শোনাতে সে সুকরুণ গান।
সুগভীর খাদ থেকে বলকায়ে ওঠে তখন কেবল
অযুত বর্ষের নীল বেদনার পুঞ্জীভূত ফেনা।
অন্ধকার ভালবেসে যে ধরেছে হাত
নিকষ অমানিশার, আলোর মুখর গান
জাগাবে না যে অন্তরে তার কোনো প্রাণ;
হৃদয়ে গুমরে কাঁদে তাই হৃদয়ের অভিমান।
তবু বাজে গান!
আমি শুধু শুনে যাই আলোঝরা গান
কান পেতে শুনে যাই নক্ষত্রের গান!
copyright © 2016 by the poet
Be the first to comment