পরবাসী

কবিতা




পরবাসী

-শাহীনুর ইসলাম


 

এখানে দাঁড়ালে নিজেকে যদিও পরবাসী মনে হয়

তবুও শুশুকের জলনৃত্যের মতো রেশমি হাওয়ার স্বাদ

কিংবা টিউলিপ ফুলের মতো নরম রোদের ঘ্রাণ

যখন রন্ধ্র চুঁয়ে রক্তে গিয়ে রয়,

জলের ডিগবাজির মতো মুহূর্তে তখন

হৃদয়ের প্রথম আলিঙ্গনের সাথে ফের কথা হয়,

যেখানে বনের স্বপ্ন শালিকের হলুদ দু’ঠোঁটে

ভাঁট ফুলের সফেদ গন্ধ হয়ে জোটে,

যেখানে কিশোরির ঠোঁটের মতো লাজুক রোদ্দুর

চুম্বনে উষ্ণ করে বৃষ্টির দেহপুর,

কিংবা যেখানে পূর্ণিমা রোশনাই রাতে

জুটিদের খুন করে নিষ্ঠুর চাঁদ

জোছনার কোমল হাতে।

এখানে দাঁড়ালে শুধু মনে হয়

এ বন এ প্রান্তরের প্রশান্ত ঘুমের মতো

প্রথম আদরের বুননে গাঁথা চাদর

হৃদয় চত্বরে নিভৃতে শুয়ে রয়,

যে চাদরের হারানো কারুকাজ

নাছোড় বাতাসের মতো কম্পিত স্বরে বয়।


copyright © 2017 by the poet




Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*