বাইকু বা কবিতার ছোটগল্প
৩১
একটি কুসুম
বেশ সুন্দর
ছিঁড়ে নেই হাতে।
৩২
প্রজাপতি ফুলে
এসেছে যে ভুলে
তবু মধু ঢলে।
৩৩
আম পাকে
বৈশাখে-
বলেছে কে?
৩৪
সরল জীবন
পোকায় কাটে
প্রতারণাহীন।
৩৫
ফুটপাতে এখন
হাঁটে না যে মানুষ
ঘুমায়, বেচে-কেনে।
৩৬
সকল কাজের শেষে
চেনা হৃদয়ের ঘেঁষে
সব ক্লান্তি যায় ভেসে।
৩৭
দানাদার বেদনায়
কানা প্রেমিক চায়
বিধ্বস্ত ছায়ায়।
৩৮
শত্রুর গায়ে
জামা সুন্দর।
কবে সুন্দর?
৩৯
একাকী বিকেল
আলতো বাতাস
উদাস হৃদয়।
৪০
বাংলাদেশ
কৃষির দেশ
মাগনা চাষি।
৪১
বাংলাদেশ
সোনার দেশ
স্বপ্ন শুধু।
৪২
চায়ের দোকান
অলস আড্ডা
নষ্ট সময়।
৪৩
রিকশাওয়ালা
গতরে খাটে
রাস্তা ঘাটে।
৪৪
প্রিয়া থাকে দূরে
বাজায় করুণ সুরে
প্রিয়ের হৃদয় তারে।
৪৫
ভূরিভোজন
পান সুপারি
মজা যে ভারি।
৪৬
মধ্য নিশীথে
সুনসান চৌদিকে
তোমায় পড়ে মনে।
৪৭
টোকাতে টোকাতে
টোকাই জীবন
টোকায় মরণ।
৪৮
ছুটির ঘন্টা
বাজালো পিয়নটা
হৈ চৈ হুড়মুড়।
৪৯
একটি বাচ্চা
বেঞ্চিতে বসে
খায় চানাচুর।
৫০
একটি সন্তান
স্নেহ নিরতিশয়
মায়ার অত্যাচার।
copyright © 2017 by the author
Be the first to comment