নীড়হারা পাখি আমি
-শাহীনুর ইসলাম
নীড়হারা পাখি আমি আর কোথা’ বাসা বাঁধি
ছোট এ জীবনে।
বসি আমি ডালে ডালে পড়ি ঝড়ের কবলে
আজই ক্ষণে ক্ষণে॥
ও-ও ডানা মেলে উড়ে চলি এত বড় আকাশে
ক্লান্তির ঠাঁই মেলে ঐ ঝড়ো বাতাসে।
এমনই যে নিয়তি গতির অধোগতি
অকারণ কারণে॥
নীড়হারা পাখি আমি আর কোথা’ বাসা বাঁধি
ছোট এ জীবনে।
বসি আমি ডালে ডালে পড়ি ঝড়ের কবলে
আজই ক্ষণে ক্ষণে॥
ও-ও ডেকে নিয়ে কাছে মোরে দিয়ে ঢের আদর
‘কাছে থেকো নিরন্তর’- বলে যায় সাগর।
‘সেথা নয় আমার বাস’, বলি-‘সে মোর সর্বনাশ
আমি থাকি বনে’।।
নীড়হারা পাখি আমি আর কোথা’ বাসা বাঁধি
ছোট এ জীবনে।
বসি আমি ডালে ডালে পড়ি ঝড়ের কবলে
আজই ক্ষণে ক্ষণে॥
Be the first to comment