ঝরা পাতা আর কেঁদো না
-শাহীনুর ইসলাম
ঝরা পাতা! আর কেঁদো না বুকে নিয়ে ফুলের বেদনা।
তোমার শুকনো অশ্রুতে লুকানো আমার গোপন বেদনা।।
ঝরা পাতা! ও-ও-ও ঝরা পাতা!
তোমার মর্মরেতে নিখিলের সুর
ধ্বনিত যেন এক সমুদ্দুর।
তোমার মর্মরেতে নিখিলের সুর
ঝরা পাতা! ও-ও-ও ঝরা পাতা!
তোমার মলিন দৃষ্টিতে মেশানো আমার উদাস ভাবনা।।
ঝরা পাতা আর কেঁদো না বুকে নিয়ে ফুলের বেদনা।
ঝরা পাতা! ও-ও-ও ঝরা পাতা!
তোমার পায়ে বাজে মৌন নূপুর
আকাশ-ছাওয়া রোদন-দুপুর।
তোমার পায়ে বাজে মৌন নূপুর।
ঝরা পাতা! ও-ও-ও ঝরা পাতা!
তোমার নিক্কনে শুনি আমি জীবন-রীতির অমোঘ রচনা।।
ঝরা পাতা আর কেঁদো না বুকে নিয়ে ফুলের বেদনা।
তোমার শুকনো অশ্রুতে লুকানো আমার গোপন বেদনা।
copyright © 2017 by the lyricist
Be the first to comment