অমালোকে জাগৃতি

কবিতা




অমালোকে জাগৃতি

-শাহীনুর ইসলাম


ধেড়ে চাঁদ কেড়ে কেড়ে নিয়েছে জোনাকিদের এতগুলো দিন;
আর মর্মে মেরে বেধড়ক শুধু থেকে গেছে দূরে বহুদিন।
তবুও তিমির অমালোকে জোনাকিরা শুধু আলো দিয়ে গেছে।
কখনো জানে নি তো সে এসব দিনের শেষে আছে দিন এক
যা কেবল অবিরল প্রজ্জ্বলিত করে যায় বাকি দিনগুলো
স্বপ্নের মতন মগ্ন থেকে আর কল্পনার মতো নগ্ন চোখে।
সেই চোখ ঝলসানো আলোর নাচন ভাসে স্বাপ্নিকের চোখে,
জোনাকিদেরই পাখায়। স্বপন দেখার আগে জ্বলতে যে হয়–
জ্বলার আগের স্বপ্ন কভু স্বপ্ন নয়; জ্বলে জ্বলেই স্বপন
পৃথিবীর বুকে মানুষের সাথে সুমধুর সুরে কথা কয়,
তার আগে ধেড়ে চাঁদ জোনাকিদেরই মতন আমাদের দিন
পাষাণের শানে ধার দিয়ে রাখে; প্রয়োজনে অপ্রয়োজনের
সকল আয়োজনের গলায় ত্যাগের নামে ছুরি যে বসায়।
আজকের প্রয়োজন আগামীর সবগুলো স্বপন খসায়।
জোনাকিরা তাই জ্বলে আজ আগামীর সেই স্বপ্ন প্রত্যাশায়,
আর ইঁদুর-ছুঁচোরা আজকেই বাঁচে শুধু সব শক্তি ক্ষয়ে;
কালকের কোনো দিন তাদের করে না কভু দিনের সূচনা,
রাতের অতল গহ্বরে কেবল হারিয়ে যায় চিরতরে।


 




Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*