বসে থাকি একাকী
-শাহীনুর ইসলাম
বসে থাকি
একাকী
চেয়ে স্মৃতির জানালায়।
ফেলে আসা দিনগুলি ডাকে যেন ঈশারায়।।
কত দিন কত রাত কত বর্ষ কেটে যায়
চিকের আড়াল তবু পড়ে না তো ঝঞ্ঝায়।
মনে হয়
আশ্রয়
জীবনের পথ চলায়।
পাল পেয়ে মাঝি যেমন অকূলে তরী ভাসায়।।
দিন যায় ব্যস্ততায় রাত যায় একলায়
শত কাজে এরই মাঝে সেই দিন আসে যায়।
কিছুতেই
যদি সেই
সময়ের ভেলায়
আবার যেতাম আমি সোনালি সে বেলায়।।
মন যে বিধুর নেই আজ মধুর
রংধনু রাঙা জীবনের রোদ্দুর।
নেই সেই পরশ নেই সেই সুর
কত স্মৃতি জাগায় হাওয়া সে মেদুর।
এত টান এত গান এত স্বপন দেখায়
প্রাণ আকুল বিলকুল নিশীথে ঘুম ভাঙ্গায়।
জেগে দেখি
এ কী—
গেলো তারা কোথায়
নিরন্তর অন্তর খুঁজে খুঁজে বেড়ায়।।
Be the first to comment