এখনো বেঁচে আছি এই তো বেশ
–শাহীনুর ইসলাম
কেমন আছি- করো নাকো জিজ্ঞেস
এখনো বেঁচে আছি- এই তো বেশ
এ ধূলি-ধরার মাঝে অপরূপ রূপের খোঁজে
আজো চলছি অশেষ-এই তো বেশ।
কাঁটার আঁচড়ে সমস্ত শরীরে
বেদনা সংসার করছে বেশ।
তবু যে বেঁচে আছি- এই তো বেশ।
কেমন আছি- করো নাকো জিজ্ঞেস
রোজ কত হাহাকার হৃদয়ে তোলে তোলপাড়
শান্তি থাকে নিরুদ্দেশ।
তবু যে বেঁচে আছি- এই তো বেশ।
আজ ঘরে ঘরে আছে রূদ্ধতা ভরে
নেই মুক্তির লেশ।
এরও মাঝে বেঁচে আছি- এই তো বেশ।
কেমন আছি- করো নাকো জিজ্ঞেস
জীবনের প্রতিটি ক্ষণ মরণ করে শাসন।
কখন যে দেবে আদেশ!
এখনো তবু বেঁচে আছি- এই তো বেশ।
প্রতিদিন চলার পথে বেঁচে যাই কোনোমতে
আর থাকে শুধু জীবনের রেশ।
তবুও যে বেঁচে আছি- এই তো বেশ।
কেমন আছি- করো নাকো জিজ্ঞেস
রাম রহিম জন শুধু স্মৃতিতে এখন
গেছে যে অচিন দেশ।
তবু যে বেঁচে আছি- এই তো বেশ।
কাছের মানুষ যত সবাই আজ দূরে তত
মনে থাকে দুঃখ-ক্লেশ
তবু যে বেঁচে আছি- এই তো বেশ।
তবু বেঁচে আছে যারা বেঁচে থাক তারা আরো কিছু কাল,
তবু বাজাক প্রতিটি হৃদয়-তারে আরো কিছু সুর মহাকাল।
আরো কিছু সুখ আরো কিছু দুঃখ দিয়ে যাক দোলা
আরো কিছু আনন্দ আরো কিছু বেদনা তুলুক ঢেউ, ওরে মনভোলা।
এত যে হাহাকার এত যে অপ্রাপ্তি এত যে ব্যথা
তবু আরো কিছুটা কাল না হয় হোক আরো কিছু কথা
আরো কিছু স্বপ্নের রঙে হোক না লেখা জীবন-গাঁথা।
আর কিছুটা সময় নিজের মতো লতিয়ে উঠি, ওরে আলোক-লতা।
Be the first to comment