ঘূর্ণিচক্র
-শাহীনুর ইসলাম
বাতাসের দীর্ঘশ্বাসে জীবনের তপ্ত বালু ওড়ে ঘূর্ণিচক্রে,
ওড়ার যে সাধ ছিলো তার পাখি কিংবা প্রজাপতি হয়ে
এ গাছে সে গাছে, এ ফুলে সে ফুলে;
কিন্তু হায়! সে আছড়ে পড়ে উড়ে উড়ে, ঘুরে ঘুরে
আবার সে তপ্ত বালুচরে, জীবন-যাপনে জেগে ওঠা বালুচরে
আর–
অবাধ্য সে সাধ রুদ্ধ করে যায় শুধু বাকি জীবনের গতি।
এমনই করেই উড়ে বেড়ানোর সাধ তবে
পূর্ণ করে যায় কোনো কোনো জীবন-নিয়তি!
হাপরের তপ্ত ফাপরে লৌহ কঠিন জীবনও যে গলে যায়
কামারের হাতে; গোটা এক জীবন খরচ করে
জেনে গেছে জীবন তা গলে গলে ক্ষয়ে ক্ষয়ে
নিজেকে ফতুর করে জীবনেরই তপ্ত হাটে।
আর ফতুর জীবন দিয়ে শুধু চলে বিনিয়োগ অন্যের জীবনে,
যাদের শরীরে মেদ জমে সেই জীবনের অস্থিমজ্জাজাত
চক্রবৃদ্ধির চড়া কুসীদ খেয়ে খেয়ে।
Be the first to comment