বাইকু বা কবিতার ছোটগল্প
-শাহীনুর ইসলাম
৭১
কাস্টোমার
কষ্ট আমার
নিশি রাতে।
৭২
অস্থিরতায়
অস্থি খায়
হস্তীকায়।
৭৩
ব্যস্ত দিনে
বেশ তো ছিলে
আমায় ভুলে।
৭৪
স্বপ্ন-জাল বোনা
স্বপ্ন জ্বালবো না
সারাটি জীবন।
৭৫
অন্ধ কার চোখে
দেখে অন্ধকার?
দেখে বন্ধ দ্বার।
৭৬
ইশ!কিসমিস।
Kiss miss?
আবার দিস।
৭৭
ব্যস্ততা?
বেশ তো তা।
নেই নিঃসঙ্গতা।
৭৮
গঞ্জ না,
নগর না,
গঞ্জনা।
৭৯
গণতন্ত্রী
নাকি গান-তন্ত্রী?
সব মন্ত্রী।
৮০
ক’চু দিলাম
হাঁচু দিলাম
নাচু দিলাম।
৮১
এ কার কার?
এ কাকার
একাকার।
৮২
কী বাঁচাই?
কিবা চাই?
কী যে ছাই!
৮৩
কী যে হলো দেশটায়!
হাজারও চেষ্টায়
খারাপ থাকি শেষটায়।
৮৪
ঝর্ না
ঝর্ণা
ঝড় না।
৮৫
বনে বনে যা
বোনে বোনে যা
বোনে বোনে জা।
৮৬
হাওয়া সে মেদুর
তাই হাসে রোদ্দুর
চোখ যায় যদ্দূর।
৮৭
বিরহে
যে রহে
সে সহে।
৮৮
বিরহে
যে সহে
সে রহে।
৮৯
ষোল আনা চাও?
আমারে না চাও?
আমারে নাচাও!
৯০
মরবি না,
মোরে বিনা।
মোর বীণা!
copyright © 2017 by the author
Be the first to comment