ম্যাপল পাঠক
-শাহীনুর ইসলাম
আজ হেমন্তের এই দিনে
তোমার সে মন-বাগানের সবটুকু রঙ
ত্রিকোণী ম্যাপল পাতা ধরে ঝরে পড়ে;
রঙিন এ ক্যানভাসে নিজের অজান্তে এঁকে যাই
অজান্তার দূর চিত্র যেখানে তোমার বসবাসে
টগবগ করে উঠতো একদা ফুটন্ত হৃদয়।
অপরাহ্নে অপরূপ ম্যাপলের রূপ
যেন স্মৃতি-জাগানিয়া তোমার মুখের,
পটভূমি যার স্নিগ্ধ মেঘের আকাশ।
বাঁশির সুরের মতো তোমার দু’চোখ
ভেসে আসে হরপ্পার বর্ণমালা হয়ে;
আমায় অনাদি কাল মগ্ন করে রাখে
পর্বত চূড়ার এক ঋষির মতন।
পৃথিবীর সব হলুদের সাথে লাল
লালের কমলা, কমলার লাল মিলে
কমলা-হলুদ-লাল যেন জোটবদ্ধ হেথা এসে—
যে জোট সবুজে ছিল একাকার হয়ে বিগত ঋতুতে;
তোমার আমার মতো তফাতে রঙিন তারা আজ
ধীরে ধীরে মলিন হওয়ার ঠিক আগে।
তবুও সবার অগোচরে হারানো বর্ণরা
আমার কপোলে এসে রঙ লেপে যায়
আজ বিকেলের এই রঙের মেলায়
তখন সারাটি দেহে গন্ধ থেকে যায়।
Simply amazing
Thanks a lot for your comment.