প্রতীক্ষা
শাহীনুর ইসলাম
পৃথিবী যেমন সারা দিনমান ঘুরে চলে সূর্যের চৌদিকে
অবশেষে গোধূলির হাতে হাত রেখে যায় অভিসারে
খুঁজে পায় প্রাণ তার এখনো রয়েছে বেঁচে,
আর নিশীথে যেমন আবার অধীর হয়ে থাকে
কখন মিলবে সে ঊষার সাথে সঙ্গোপনে
পৃথিবীর সব প্রাণ জাগিয়া ওঠার আগে,
তেমনই আমরা থাকি অধীর উন্মুখ
সারা জীবনের সবগুলি নিশিদিন
আলোতে আঁধার আর আঁধারে আলোয়
মিলিত হওয়ার মহাকর্ষ বাসনায়।
সেই বাসনায় যদি কখনো বা লাগে গ্রহণ হঠাৎ,
মেঘের আড়ালে ঢাকা পড়ে সবটুকু আশা
অযাচিত সে গ্রহণ জ্বালা সয়ে যাই তবু মুখ বুজে
কানি বক ব্যস্ত ধৈর্য নিয়ে জীবনের পঙ্কে প্রাণ গুঁজে
আবার হবে যে দেখা নিশীথের অন্ধকার শেষে
ভোরের আলোর বুক চিরে। কথা হবে কেবল নীরবতায়
এতদিনের আড়ষ্ট কথার যমুনা মিলে গেলে মোহনায়;
অনুভবের সকল স্রোত তখন গড়বে ফেনিল সাগর
যেখানে ডুব-সাঁতারে আর জলজ সুখের মগ্নতায়
কাটবে অন্তত কিছু ক্ষণ বায়বীয় রুক্ষ স্পর্শ
আর স্থলজ বেদনা থেকে মিলবে যে পরিত্রাণ।
সেই প্রতীক্ষায় আমরাও পৃথিবীর মতো ঘুরে চলি আজো।
Be the first to comment