সূর্য ধরে মেঘের গান
-শাহীনুর ইসলাম
সূর্য ধরে মেঘের গান
চেয়ে থাকে মহাকাল
আমি শুনি সকাল-বিকাল।
আলোর কণ্ঠে জলের সুর
বিছায় ভেজা রোদ্দুর
বুনে এক মায়াজাল।।
সূর্য ধরে মেঘের গান
চেয়ে থাকে মহাকাল
আমি শুনি সকাল-বিকাল।
দুপুর হলে নূপুর পরে
নাচে মেঘ রঙ্গ করে,
বৃষ্টি হয়ে দৃষ্টি ঝরে
নেশায় যেন হয় মাতাল
নেশায় যেন হয় মাতাল
নেশায় যেন হয় মাতাল।।
সূর্য ধরে মেঘের গান
চেয়ে থাকে মহাকাল
আমি শুনি সকাল-বিকাল।
বিকেল হলে অনুরাগে
রঙধনুর ছবি আঁকে
সন্ধ্যাকাশে সন্ধ্যারাগে
তোলে যেন খুশির পাল
তোলে যেন খুশির পাল
তোলে যেন খুশির পাল।।
সূর্য ধরে মেঘের গান
চেয়ে থাকে মহাকাল
আমি শুনি সকাল-বিকাল।
দুপুর হলে নূপুর পরে
নাচে মেঘ রঙ্গ করে,
বৃষ্টি হয়ে দৃষ্টি ঝরে
নেশায় যেন হয় মাতাল
নেশায় যেন হয় মাতাল
নেশায় যেন হয় মাতাল।।
সূর্য ধরে মেঘের গান
চেয়ে থাকে মহাকাল
আমি শুনি সকাল-বিকাল।