এখনো মৃতরা
-শাহীনুর ইসলাম
এখনো মৃতরা ঘুরঘুর করে জীবনের অলিতে-গলিতে;
মৃতরা এখনো উড়ে উড়ে ঘোরে, আর দেখে যায় সঙ্গোপনে
আমাদের জীবন-যাপন, হৈচৈ, কান্না-হাসি।
এ নির্জন কোলাহলে, প্যানোপটিকনে
এখনো মৃতরা আমাদের বোঝাতে যে চায়
যা হয়তো রয়ে গেছে আজো বোধের বাইরে;
মৃতরা এখনো বড় জীবন্ত হয়ে যে আসে জ্যান্তদের চেয়ে
চেতনার পালে লাগায় হাওয়া নানান ফুরসতে
যেন পার হতে পারি সঙ্কটের অথৈ পারাবার;
আর আমাদের স্মৃতিঘরে আলো দিয়ে যায়
কখনো আঁধারে ঢেকে গেলে।
মৃতরা এখনো কখনো ঘুমায় না
শুধু একবার ঘুমানোর পর;
এখনো মৃতরা সজাগ প্রহরী-
বিবেক হয়ে যে গুঁতো দিয়ে যায়।
এমন প্রখর দৃষ্টি তাদের
ভরদুপুরের সূর্যের চোখ যেন
নিয়ত নজর দারি করে যায়।
তবুও এখনো যারা জ্যান্ত জ্ঞান করে নিজেদের,
অন্যায়ের গিরিখাতে লাফিয়ে লাফিয়ে চলে দম্ভে,
সে গুঁতোয় জাগে না তো তারা; মৃতদের চেয়ে যেন
সত্যি বেশি মৃত থাকে— জ্যান্ত দেহে মৃত মন
অমৃত মতন ভাবে আর পান করে রস বিভোর অবশে।
অথচ মৃত্যুও সব মৃতদের নিয়ে যেতে অপারগ।
Be the first to comment